ইরানের ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তেহরান সোমবার নিন্দা জানিয়েছে।
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে তেহরানের ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নের পরের দিনই ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা জারি করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারির বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ জানায়, ‘পারমানবিক অস্ত্র বহনে সক্ষম হবে ইরানের ক্ষেপনাস্ত্র কর্মসূচির এমন কোন পরিকল্পনা নেই।’
তিনি আরো বলেন, তেহরান নতুন এ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ হিসেবে দেখছে।
উল্লেখ্য, বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে ভিয়েনায় করা চুক্তি অনুযায়ী ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্র রোববার তেহরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত নতুন এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।
মার্কিন ট্রেজারি জানায়, যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইরানের পাঁচ নাগরিক, সংযুক্ত আরব আমিরাত ও চীন ভিত্তিক কোম্পানির একটি নেটওয়ার্ককে অন্তর্ভূক্ত করা হয়েছে।