শ্রাবস্তী দত্ত তিন্নির গাওয়া একটি গানের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভিডিওটি তিন্নি নিজেই তার ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেছেন। তার এই গানের ভিডিওটি এখন ফেসবুক জুড়ে শেয়ারের ধুম পড়েছে।
ভিডিওটিতে তিন্নি মাইক্রোফোন হাতে গাইছেন-আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় সেখানে। তার পাশে বসে কিবোর্ড বাজাচ্ছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। মাঝে মাঝে তিন্নির সঙ্গে ইমনও কণ্ঠ মেলাচ্ছেন।
জানা গেছে, ২০০৯ সালে এনটিভির ঈদের একটি অনুষ্ঠানের রিহার্সেল চলছিল শওকত আলী ইমনের স্টুডিওতে। ওই অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও তিন্নি। অনুষ্ঠানটির পরিকল্পক ও প্রযোজক ছিলেন তানভীর খান।