হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুরের মধুখালী উপজেলা উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলার ডিসি অতুল সরকার। প্রয়াত এ নেতার বাড়ি মধুখালীর গন্দর দিয়া গ্রামে।
গত ২৫ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের এই সভাপতির করোনা ধরা পড়লে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু বলেন, বুধবার আসর নামাজের পর মধুখালী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মধুখালী কবরস্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।