হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার লা পাজে আর্জেন্টিনার ম্যাচ শেষে লিওনেল মেসির সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় তোপের মুখে পড়েছেন বলিভিয়ার আর্জেন্টাইন ফিজিও। হুমকি-ধামকি তো পাচ্ছেনই, অনেক অপমানও সইতে হচ্ছে লুকাস নাভাকে।
আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারার পর বলিভিয়া অধিনায়ক মার্সেলো মার্তিন্স খোঁচা দিলে রেগে যান মেসি। তা এক সময় ধস্তাধস্তিতে পরিণত হয়। তাতে যোগ দেন নাভা। তার সঙ্গেও একচোট ঝগড়া হয় আর্জেন্টিনা অধিনায়কের। ক্ষুব্ধ মেসি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তোমার কী সমস্যা টেকো? তুমি কেন আমার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে চাইছো?’
মেসির সঙ্গে নাভার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় উঠেছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যমও এ খবর প্রচার করে। অথচ বড় কিছু ঘটেনি দাবি বলিভিয়া ফিজিওর, ‘কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সত্যি হচ্ছে কিছুই ঘটেনি, আমাদের নিয়ে সবকিছু একটু বাড়াবাড়ি করে প্রচার হচ্ছে।’
মাঠে কী ঘটেছিল তা জানালেন নাভা, ‘খেলা শেষে কী ঘটেছিল? আমি দেখতে পেলাম খেলোয়াড়দের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। আমি আমাদের খেলোয়াড়দের আলাদা করছিলাম, যেন তারা লাল কার্ড না দেখে। আপনি যখন দলের একটা অংশ, তখন তো তাদের বাঁচাতে হবে।’
ওই ঘটনার পর থেকে নানা হুমকি-ধামকি পাচ্ছেন বললেন এই ফিজিও, ‘টিভিতে আমাকে নিয়ে নেতিবাচক যে মন্তব্য করা হচ্ছে, তা আমার ছেলে দেখেছে। এটা আমাকে কষ্ট দিচ্ছে। সব জায়গা থেকে আমার কাছে কল আসছে, এমনকি স্পেন থেকেও। আমি হুমকি পেয়েছে এবং অপমান করা হচ্ছে আমাকে।’
মেসির সঙ্গে ঝগড়া হলেও তার বিরাট ভক্ত নাভা, ‘জাতীয় দলের (আর্জেন্টিনা) সমর্থক হিসেবে বলছি, তার চেয়ে বড় কেউ নেই। সে নাম্বার ওয়ান। তার সঙ্গে মিল রেখে আমার ছেলের নামের মাঝের অংশ রেখেছি লিওনেল।