ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামী ১১ জানুয়ারি বিকেলে সোহওয়ারর্দী উদ্যানে দলের আয়োজিত জনসভা সফল করতে ওই সভার আয়োজন করা হয়।
ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘বিএনপির আন্দোলন এখন আওয়ামী লীগের জন্য দুশ্চিতার কারণ নয়। কারণ, গত সাত বছরে প্রমাণ হয়েছে তারা আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদের এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই এবং জনসমর্থন নেই।’
তিনি আরো বলেন, ‘বিএনপির আন্দোলনের হাক-ডাক, আষাঢ়ের তর্জন-গর্জন সাড়। এ তর্জন-গর্জনে বাংলাদেশে এখন আর আন্দোলন করার কোনো পরিবেশ নেই। তাদের আন্দোলনে এখন মরা গাঙ্গে জোয়ার আসবে না।’
দলের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ক্ষতি যদি আওয়ামী লীগ না করতে পারে, তাহলে বাইরের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আমাদের নেত্রী (শেখ হাসিনা) নেতৃত্বে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ থাকবো।’
মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমূখ।