হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ঘটনায় গ্রেফতার দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহিমা খাতুনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে, রোববার রাতে জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে অস্ত্রসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র্যাব। এরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করে।
অস্ত্র মামলায় তিনদিনের রিমান্ড চেয়ে দেলোয়ারকে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ফাহিমা খাতুন।