হাওর বার্তা ডেস্কঃ অর্থপাচার মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েসের আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২ নভেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য আদেশ দেন। এসময় আদালত আমলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে -১০ এ বদলি করেন।
এদিন দুপুর পৌনে দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে হুইল চেয়ারে করে জি কে শামীমকে আদালতে হাজির করা হয়।
গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অন্য আসামিরা হলেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। আসামিরা কারাগারে।
এর আগে এ মামলার আসামি জাহিদুল, শহিদুল, সামসাদ, কামাল, দেলোয়ার আদালতে জামিন আবেদন করেন।
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালায় র্যাব। এসময় আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করা হয়।