হাওর বার্তা ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে তার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। একটি ওয়েব সিরিজের শুটিং করতে হায়দরাবাদে গিয়েছিলেন তামান্না। খবর জি নিউজের।
তামান্না লিখেছিলেন, ‘আমার বাবা-মায়ের করোনা উপসর্গ দেখা দিয়েছিল, তাই পরীক্ষা করানো হয়। বাবা-মায়ের পজেটিভ আসে, তবে আমার নেগেটিভ।’ বাবা-মায়ের সুস্থ হয়ে ওঠার ১ মাসের মধ্যেই এবার করোনা আক্রান্ত হলেন তামান্না নিজেও।
তামান্না ভাটিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই তার সহকর্মী থেকে অনুরাগী সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রসঙ্গত, এর আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা আরোরাসহ বলিউডের বহু তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। তবে তারা সকলেই সুস্থ হয়েছেন।