হাওর বার্তা ডেস্কঃ দেশে রোগ নির্ণয় না হওয়ায় অসুস্থতা নিয়েই জরুরিভাবে ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে সিঙ্গাপুর উড়াল দেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে গিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
ভর্তি হওয়ার মাত্র চারদিনের মাথায় সেখানকার ডাক্তাররা জানান, এ অভিনেতার শরীরে টিবি রোগ বাসা বেঁধেছে। শুরু হয় সেটির চিকিৎসা। বর্তমানে আগের চেয়ে অনেক সুস্থ আছেন ফারুক। এরই মধ্যে হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন।
চলতি মাসের শেষের দিকে ঢাকায় ফিরতে পারেন। এ অভিনেতার স্ত্রী ফারহানার বরাত দিয়ে বিষয়গুলো নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে অবস্থানরত ফারুক ভাই ও তার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নত হয়েছে।’