হাওর বার্তা ডেস্কঃ বলিউড তারকা শাহরুখ খান চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মত মাঠে এসেই কলকাতা নাইট রাইডার্সের জয় দেখলেন। গত রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা ৩৭ রানের বড় ব্যবধানে হারায় রাজস্থান রয়্যালসকে।
তিন ম্যাচ খেলে এটা কলকাতার দ্বিতীয় জয়। অন্যদিকে তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখলো স্টিভেন স্মিথের রাজস্থান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান করে কলকাতা। ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান। এছাড়া ইয়ন মরগ্যান ৩৪ ও আন্দ্রে রাসেল ২৪ রান করেন। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন জোফরা আর্চার।
জবাব দিতে নেমে ম্যাচের কোনো সময়ই রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি রাজস্থান; বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সমর্থ হয় রাজস্থান। সর্বোচ্চ ৫৪ রান করেন টম কুর্যান।