ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। নিখোঁজের দীর্ঘ ৬২ দিন পর উদ্ধার হওয়ার এই নেতাকে নিয়ে মনগড়া প্রতিবেদন প্রকাশ না করারও আহ্বান জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিক এক বিবৃতিতে তিনি বলেন, ইদানীং বিভিন্ন গণমাধ্যম বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অনেক ক্ষেত্রে উদ্ধৃত করে মনগড়া সব প্রতিবেদন প্রকাশ করছে। যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলে তার পরিবার আমাদের জানিয়েছেন। মূলত হাসপাতালে স্থানান্তরের সময় দু’একদিন তিনি দেশী-বিদেশী গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। রিপন বলেন, বর্তমানে শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানিয়েছেন, আইন অনুযায়ী ও ভারতের স্থানীয় নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব হেলথ এন্ড মেডিকেল সায়েন্স (নেগ্রিমস্) হাসপাতালের একজন চিকিৎসার্থী হিসেবে তার কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তিনি দলকে নিশ্চিত করেছেন, তার স্বামী বিদেশের কোন গণমাধ্যমকে কোন প্রকার সাক্ষাৎকার প্রদান করার বা দেয়ার কোন প্রশ্নই উঠে না। অথচ কোন কোন গণমাধ্যম সালাহউদ্দিন আহমেদেরর নামে কল্পিত একান্ত সাক্ষাৎকারও প্রকাশ করেছেন যার বাস্তবের সঙ্গে আদৌ কোন সম্পর্ক নেই। বিএনপির এই মুখপাত্র বলেন, শিলং থেকে সদ্য প্রত্যাগত বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি হাসিনা আহমেদের বরাত দিয়ে দলকে বলেছেন, ‘এ ধরনের সাক্ষাৎকার দেয়ার ঘটনাটি পুরোপুরি কাল্পনিক। বিএনপি গণমাধ্যমের কাছে প্রত্যাশা করে- সালাহউদ্দিন আহমেদ সম্পর্কিত কোন মনগড়া প্রতিবেদন বা তাকে উদ্ধৃত করে কোন সংবাদ যেন প্রকাশ বা প্রচার না করে। এতে বিভ্রান্তির কোন সুযোগ থাকবে না। এ ব্যাপারে তার পরিবারের সঙ্গে সবাইকে যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা গেল। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদের পরিবার।
সংবাদ শিরোনাম
কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি সালাহউদ্দিন
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
- ৩০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ