হাওর বার্তা ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনে প্রায় একাই দায়িত্ব নেন করিম বেনজেমা। আর দায়িত্ব নিয়ে জিনেদিন জিদানের ভরসার নামও হয়েছেন তিনি।
২০২০-২১ মৌসুম শুরুর আগে দলের একমাত্র প্রাক-মৌসুম ম্যাচে একাই করলেন ৪ গোল।
নিজেদের অনুশীলন মাঠ স্তাদিও আলফ্রেদো দি স্তেফানোতে গেতাফের মুখোমুখি হয় রিয়াল যেখানে শেষ বাঁশি বাজলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।
পুরো ম্যাচের আলো অবশ্য একাই কেড়ে নেন বেনজেমা। চার গোলে মাতিয়ে রাখেন স্বাগতিক শিবির। দলের অন্য দুটি গোল করেন সার্জিও রামোস ও সার্জিও আরিবাস।
ম্যাচটি দর্শকশূন্য অবস্থায় খেলা হয়। এমনকি খেলায় কোনো সংবাদমাধ্যম অথবা টিভি ক্যামেরারও অনুমতি ছিল না।
আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল।