চার্লস কমিন (৬৩) নামের সাবেক এক সেনা কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে কেনিয়ার মাসাই মারা রিজার্ভে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি পশুদের মধ্যে বিশেষ একটি দৃশ্য দেখতে পেয়েছিলেন। এ বিষয়টি তার নজর কেড়েছিল। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে এসব দৃশ্যের ছবি সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এসব ছবিতে দেখা যাচ্ছে, একটি সিংহ একটি মহিষের দলের ভয়ে পালিয়ে একটি গাছে উঠছে। সিংহটি গাছে ভালোভাবে অবস্থান করতে পারছে না। নীচে মহিষের দল অবস্থান করছে। পরে সিংহটি বুদ্ধি করে লাফ দিয়ে দৌঁড়ে দ্রুত পালিয়ে চলে যায়।
এই সিহংটি নাকি ওই মহিষ দলের মধ্য থেকে একটি বাচ্চা মহিষকে শিকারের আশায় পাশে ঘাসের মধ্যে লুকিয়ে ছিল। কিন্তু সিংহটি মোটেও বুঝে উঠতে পারেনি যে বয়স্ক মহিষের দ্বারা সে এমন হিং¯্র আক্রমণের শিকার হবে।
কমিন বলেছেন, হঠাৎ করে একটি পুরুষ সিংহ তার লুকানো স্থান থেকে এসে পাশের একটি গাছে উঠলো। সিংহরা নীচে একটি বৃত্ত করে দাঁড়িয়ে থাকলো। তারা সিংহের ঘ্রাণ নিচ্ছিলো। কিন্তু তারা
ওই জায়গা ছেড়ে চলে যায়নি। মহিষের দল আগে থেকেই বুঝতে পেরেছিলো যে সিংহটি তাদের দলের ছোট মহিষটিকে টার্গেট করেছে।