ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাপল এখন ২ ট্রিলিয়ন ডলারের মালিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের মালিক হলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সদ্য সমাপ্ত এপ্রিল-জুন প্রান্তিকে বিশাল আয়ের কারণে এমন সাফল্য প্রতিষ্ঠানটির।

বুধবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ারের দাম ৪৬৮.৬৫ ডলারে দাঁড়ায়। এর ফলে কোম্পানিটি ২.০০৪ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়। আর সর্বশেষ লেনদেনে অ্যাপলের শেয়ারমূল্য ১.২ শতাংশ বেড়ে এর বাজার মূলধন দাঁড়ায় ১.৯৯৯ ট্রিলিয়ন ডলারে। ১৯৭৬ সালের ১ এপ্রিল থেকে পথচলা শুরু করা অ্যাপলে বর্তমানে কাজ করছে ১ লাখ ৩৭ হাজার কর্মী।

প্রথম এক ট্রিলিয়ন ডলারের মালিক হতে অ্যাপলের ৪২ বছর সময় লেগেছিল। ২০১৮ সালের পর মাত্র দুই বছরের মধ্যেই ছুঁয়ে ফেলল দুই ট্রিলিয়ন ডলারের মাইল ফলক। এ বছর কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ ভাগ। এ প্রান্তিকে অ্যাপলের অনলাইন বিক্রি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে, করোনাকালে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। স্মার্ট ফোনের বিক্রি কমলেও পাঠদান, অফিস, মিটিং-সেমিনারসহ অনেক কিছুই অনলাইনে হচ্ছে। তাই অ্যাপল, ফেসবুক আমাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ছে ব্যাপক হারে।

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে ৯ বছর আগে প্রধান নির্বাহীর দায়িত্ব পান টিম কুক। স্টিভ যখন মারা যান, তখন অ্যাপলের বাজারমূল্য ছিল ৩৫০ বিলিয়ন (৩৫ হাজার কোটি) ডলার। গত দশকে কোম্পানির মূল্য বাড়লেও আইফোনের মতো কোনো ‘গ্রাউন্ড ব্রেকিং’ পণ্য আনেনি অ্যাপল।

অ্যাপলের পরেই আছে প্রযুক্তিখাতের আরেক মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজান। ওয়াশিংটন ভিত্তিত এই টেক জায়ান্টের বর্তমান সম্পদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অ্যাপল এখন ২ ট্রিলিয়ন ডলারের মালিক

আপডেট টাইম : ০৬:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

হাওর বার্তা ডেস্কঃ প্রথম মার্কিন কোম্পানি হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের মালিক হলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সদ্য সমাপ্ত এপ্রিল-জুন প্রান্তিকে বিশাল আয়ের কারণে এমন সাফল্য প্রতিষ্ঠানটির।

বুধবার ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ারের দাম ৪৬৮.৬৫ ডলারে দাঁড়ায়। এর ফলে কোম্পানিটি ২.০০৪ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়। আর সর্বশেষ লেনদেনে অ্যাপলের শেয়ারমূল্য ১.২ শতাংশ বেড়ে এর বাজার মূলধন দাঁড়ায় ১.৯৯৯ ট্রিলিয়ন ডলারে। ১৯৭৬ সালের ১ এপ্রিল থেকে পথচলা শুরু করা অ্যাপলে বর্তমানে কাজ করছে ১ লাখ ৩৭ হাজার কর্মী।

প্রথম এক ট্রিলিয়ন ডলারের মালিক হতে অ্যাপলের ৪২ বছর সময় লেগেছিল। ২০১৮ সালের পর মাত্র দুই বছরের মধ্যেই ছুঁয়ে ফেলল দুই ট্রিলিয়ন ডলারের মাইল ফলক। এ বছর কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ ভাগ। এ প্রান্তিকে অ্যাপলের অনলাইন বিক্রি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে, করোনাকালে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। স্মার্ট ফোনের বিক্রি কমলেও পাঠদান, অফিস, মিটিং-সেমিনারসহ অনেক কিছুই অনলাইনে হচ্ছে। তাই অ্যাপল, ফেসবুক আমাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ছে ব্যাপক হারে।

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে ৯ বছর আগে প্রধান নির্বাহীর দায়িত্ব পান টিম কুক। স্টিভ যখন মারা যান, তখন অ্যাপলের বাজারমূল্য ছিল ৩৫০ বিলিয়ন (৩৫ হাজার কোটি) ডলার। গত দশকে কোম্পানির মূল্য বাড়লেও আইফোনের মতো কোনো ‘গ্রাউন্ড ব্রেকিং’ পণ্য আনেনি অ্যাপল।

অ্যাপলের পরেই আছে প্রযুক্তিখাতের আরেক মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজান। ওয়াশিংটন ভিত্তিত এই টেক জায়ান্টের বর্তমান সম্পদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন ডলার।