উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা পদে নির্বাচনের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন অনুমোদিত প্রতীকগুলো হচ্ছে- টেবিল, মোরগ, পেঁপে, বালতি, হরিণ, চাঁদ, ঢেঁকি, খরগোশ, বক এবং গীটার।
গত ১৩ এপ্রিল ৪৭৮টি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। আগামী ৩০ এপ্রিলের পর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উপজেলা পরিষদে মহিলা সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা। সদস্যপদে প্রার্থী হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা।
আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোন উপজেলায় ১৫টি ইউনিযয়ন থাকলে পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।
সংবাদ শিরোনাম
উপজেলায় সংরক্ষিত মহিলা পদে নির্বাচনের প্রতীক চূড়ান্ত
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
- ৩৭৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ