মন্ত্রীকে ক্ষমা চাওয়ার নোটিস

আদালত অবমাননাকর বক্তব্য দেয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ সোমবার ডাকযোগে নোটিসটি পাঠান অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু। নোটিসে বলা হয়, ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক আলোচনা সভায় হাইকোর্টের বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য দেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বক্তব্যে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্ট রায় দিয়ে বিচারকের চেয়ারকে কলঙ্কিত করেছেন। আমার কাছে হাইকোর্টের এ রায় আসার পর আমি ছুড়ে ফেলে দিয়েছি। আমি থাকতে কোনো রায় নিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যাবে না। নোটিসে বলা হয়, মন্ত্রীর এ বক্তব্য বিচার বিভাগের ওপর হুমকি ও আদালত অবমাননাকর। নোটিসে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে জানান ওই আইনজীবী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর