হাওর বার্তা ডেস্কঃ ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩ কেজি ওজনের রাজা ইলিশ।স্থানীয়রা এই ধরনের বড় ইলিশকে রাজা ইলিশ বলে থাকে।
বৃহস্পতিবার রাত ৮টায় মেঘনায় কাদির মাঝির জালে ওই রাজা ইলিশটি ধরা পড়ে।ইলিশ মাছটি কাদির মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা মৎস্য ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে ভিড় জমে যায়।
কাদির মাঝি জানান, চরনিজাম সংলগ্ন মেঘনায় তার জালে ২০৮০টি ইলিশ মাছ ধরা পড়ে।
ধরা পড়া ইলিশের মধ্যে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ওই রাজা ইলিশটিও ছিল।মাছটি বাজারে ১২ হাজার টাকায় তিনি বিক্রি করতে পারতেন।
তবে আড়ৎদার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লা কাজলকে মাছটি উপহার হিসাবে দিয়েছেন বলে জানান কাদির মাঝি।
ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল যুগান্তরকে জানান, এ সময় এত বড় ইলিশ জেলেদের জালে সচরাচর ধরা পড়ে না।ইলিশ মাছটি কাদির মাঝি উপহার হিসাবে আমার কাছে পাঠিয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু জানান, টানা বৃষ্টিতে সাগর থেকে বড় বড় ইলিশ ঝাঁকে ঝাঁকে মেঘনায় আসছে।আরও কয়েকদিন এভাবে বৃষ্টিপাত হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।