বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমায় ঋত্বিকা সেন

হাওর বার্তা ডেস্কঃ নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল নির্মাণ করতে যাচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা। ছবির নাম ‘একাত্তরের ইতিহাস’। এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন।

এই সিনেমার কাহিনী ও সংলাপ করেছেন মো. সেলিম খান। চলতি বছরের আগষ্ট মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানান প্রযোজক কাজী মিজান।

নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, গল্পের প্রয়োজনেই আমরা ঋত্বিকাকে পছন্দ করেছি। মুক্তিযুদ্ধের সময় একজন কিশোরীকে কিভাবে হানাদার বাহিনী নির্যাতন করেছিল সেটা ঋত্বিকার চরিত্রে উঠে আসবে। এই ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব।

এ বিষয়ে আরো জানা গেছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শান্ত খান, ফজলুর রহমান বাবু ও সাদেক বাচ্চু। প্রযোজনা প্রতিষ্ঠান বিলডেক্স ইন্টারন্যাশনাল থেকে চলতি বছরে আরো দুটি নতুন ছবির ঘোষণা দেয়া হবে।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর