হাওর বার্তা ডেস্কঃ খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় দু’পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০/১২ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, নজরুল ফকির (৪৫) ও গোলাম রসুল (৩৫)। দুজনের বাড়িই মশিয়ালী এলাকায়। খানজাহান আলী থানার উপ-পরিদর্শক শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ফুলতলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দু’জন মারা যায়। বাকি দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া কমবেশি আহত আরো ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।