হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ৬ জুলাই থেকে দুবাই, আবুধাবি রুটে ফের বিমান চলাচল শুরু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, ওইদিন থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে।
আগ্রহী যাত্রীদের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে ফোন করার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে গত ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
দীর্ঘ দুই মাস পর গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।