হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাজমুল ইসলাম অপু করোনা মুক্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ৯ দিন পর কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষার ফলাফল নেগটিভ এসেছে। শুধু অপু নন তার বাবা এবং মা-ও করোনা মুক্ত হয়েছেন।
অপু বলেন, ‘গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারই নেগেটিভ আসছে। আসলে করোনা থেকে মুক্তির অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এতদিন যে বিষণ্ণতায় ভুগছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পেয়েছি। এই আনন্দটা অন্যরকম। মুক্তির আনন্দ যাকে বলে।’
গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন নাজমুল ইসলাম অপু ও তার মা বাবা। এরপর বাসা থেকেই চিকিৎসকের পরার্মশ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা।