হাওর বার্তা ডেস্কঃ মানি লন্ডারিং, মানবপাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ দেওয়ার অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ শহীদুল ইসলাম পাপুলকে ২১ দিনের জন্য দেশটির কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৪ জুন) দেশটির অ্যাটর্নি জেনারেলের নির্দেশে পাপুলকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে কুয়েতের সংবাদপত্র আরব টাইমস।
লক্ষ্মীপুর-২ (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য পাপুলকে গত ৭ জুন গ্রেফতার করে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তার বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে প্রসিকিউশন। তিনি একজন সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে গিয়ে বর্তমানে সেখানকার একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এরই মধ্যে কুয়েত কর্তৃপক্ষ সে দেশে এ সংসদ সদস্যের ব্যাংক হিসাবে থাকা ১৩৮ কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে। বিদেশের মাটিতে একজন সাংসদ আটকের ঘটনা দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।