ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা নামক স্থানে শুক্রবার [১১ ডিসেম্বর] ভোর সাড়ে ৫টার দিকে কমলাবাহী একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের ৬৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল। এ সময় সোহেল ওরফে সোহাগ (২৮) ও সাইফুল ইসলাম মিজান (২৭) মাদকদ্রব্য বহনের অভিযোগে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় মধুপুর ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে র্যাব। ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখি কমলাবাহী একটি কাভার্ড ভ্যান [চট্টমেট্রো-ট -১১-১৬৯৬] কে র্যাব সদস্যরা থামানোর চেষ্টা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানের ভেতর থেকে লাফ দিয়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও দুইজনকে পালানোর সময় আটক করে র্যাব। এ সময় গাড়িতে অভিযান চালিয়ে র্যাব ৬৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার বাটপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে সোহেল ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মিজানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
আটককৃতরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরিবহন পেশার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পাচার করে আসছিল।
উল্লেখ্য, ফেনীস্থ র্যাব-৭ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে মোট ৩২ লক্ষ ৩৫ হাজার আটশত ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৭০০ গ্রাম ও ৫২৯ পুরিয়া হেরোইন, ২শ ৯৫ কেজি গাঁজা, চার হাজার আটশত ৩৩ বোতল ফেন্সিডিল, এক হাজার চারশত ৫৭ বোতল বিদেশি মদ, আটশত ১৩ ক্যান বিয়ার, চার লক্ষ ৯৭ হাজার পাঁচশত ৩২ লিটার দেশিয় তৈরী মদ, ৯০ লিটার বিদেশি মদ তৈরীর উপকরণ এবং এক হাজার দুইশত বোতল আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে।