শুক্রবার আশরাফুল-অর্চি পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মালা বদল করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। জীবনের নতুন ইনিংস শুরু হলো আশরাফুলের। মালা বদলের পর জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশবাসী ও ভক্তদের উদ্দেশ্যে বলেন, নতুন জীবনে পদার্পণ। আমাদের নতুন জীবন যেন সুখের হয় দোয়া চাই। সবাই আমার স্ত্রী আর পরিবারের জন্য দোয়া করবেন। আশরাফুলের নববধূ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্রী। দুই ভাই-বোনের মধ্যে বড় অর্চি। তার বাবা একজন ব্যবসায়ী। তবে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা না হলেও বড় আয়োজন হবে আশরাফুলের বৌভাত অনুষ্ঠানে। শনিবার অনুষ্ঠিত হবে আশরাফুল ও অর্চির বৌভাতের পর্ব। বৌভাতে সাবেক, বর্তমান ক্রিকেটার, বিসিবির সাবেক বর্তমান কর্মকর্তা, ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত থাকবে বলে ধারনা করা হচ্ছে। বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন আশরাফুল। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের জুনে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। তার শাস্তির মেয়াদ শুরু হয়েছে ২০১৩ সাল থেকে। পরে শাস্তি কমিয়েছে বিসিবি। ২০১৮ সালের মে পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে আশরাফুলকে। এ সময়ের মধ্যে তিনি আইসিসি, বিসিবির শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণ করলে শেষ তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
সংবাদ শিরোনাম
ভক্তদের উদ্দেশ্যে যা বললেন আশরাফুল
- Reporter Name
- আপডেট টাইম : ১০:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
- ৩৩০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ