সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

হাওর বার্তা ডেস্কঃ সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এসআইসহ ২, ময়মনসিংহের ভালুকায় ২, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১, গাইবান্ধার সুন্দরগঞ্জে ১, বগুড়ার শেরপুরে ১ ও পাবনার ভাঙ্গুড়ায় ১ জন রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় একে ফজলুল হক (৪৩) নামে পুলিশের এসআই নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ঢাকা জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন হোসেনপুর এলাকার ছেলে। ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, বিকেলে সাড়ে ৫ টারদিকে নিজ মোটর সাইকেল যোগে উপজেলার গাউছিয়া যাবার পথে সড়কে নলপাথর এলাকায় পৌছেলে বিপরীত দিক আসা মালবাহী ট্রাকগাড়ী  ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় এসআই ফজলুল। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। এ ছাড়া জেলার রূপগঞ্জে সড়কে চলাচল নিষিদ্ধ বাহন ইছারমাথা (ট্রাক্টর) চাপায় তানভীর (১৬) আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানায়, ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতকাল বাসস্ট্যান্ড এলাকায় একটি বালু ভর্তি ট্রাক ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১টি রিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় রিকশা চালক রতন (৩৮) ও যাত্রী আনোয়ার (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মধুমালা খাতুন (২৫) নামের এক গৃহকর্মী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর রহমান আহত হন। গতকাল বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মধুমালা একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে। উত্তরাঞ্চল প্রতিনিধি জানায়, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জে গতকাল দিপক (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, সুন্দরগঞ্জের উত্তরমরুয়াদহ মাঝিপাড়া গ্রামের দুলাল মিয়ার শিশুপুত্র দিপক বাড়ি থেকে বের হয়ে পাশে রাস্তা পার হতে থাকে। এসময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে রাস্তার পাশে। গুরুতর আহত অবস্থায় তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে হাজিপুর এলাকায় অবৈধ যানবাহন পাওয়ার ট্রলির চাপা পড়ে মহরম আলী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাজিপুর এলাকায় ওই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। মহরম আলী শেরপুর উপজেলার ২নং গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানায়, উপজেলার মল্লিকচক গ্রামের আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বিকেলে এ দূর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এসআই ইব্রাহিম হোসেন বলেন, একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ওই স্কুল শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর