চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে যুবককে হত্যার অভিযোগ

 

হাওর বার্তা ডেস্কঃ সরাইলে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে আশিক (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগে চালকসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মহাসড়কের সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে চলন্ত বাস থেকে আশিককে ধাক্কা দিয়ে সড়কে ফেলে  দেয়। নিহত আশিক পেশায় ইটভাটার শ্রমিক। স্থানীয় লোকজন ও নিহতের ছোট ভাই শরিফ মিয়ার (২০) অভিযোগ, তারা দুই ভাই গত বৃহস্পতিবার ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসে ওঠেন। পথিমধ্যে সরাইলের বিশ্বরোড মোড়ে তাদের নামার কথা ছিলো। পথিমধ্যে চালক ও তার সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়।

এ জন্য এই দুই যাত্রীর ওপর তারা ক্ষুব্ধ ছিলেন। এ জন্য বিশ্বরোড মোড়ে তাদেরকে না নামিয়ে দ্রুত ছেড়ে আসে। পরে এক কিলোমিটার দূরে কুট্টাপাড়া মোড়ে এসে তাদেরকে ধাক্কা মেরে বাস থেকে ফেলে দেয় চালকের সহযোগী। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় আশিক। সামান্য আহত হন শরিফ। আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর দ্রুত অবনতি দেখে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে বিকালে মারা যায় আশিক। গতকাল সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে। নিহত আশিকের শ্বশুর আবুল কালাম বাদী হয়ে চালক, চালকের সহকারী, কন্ট্রাকটরসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা বাসের নম্বর বলতে পারছেন না। চালকসহ বাসের কোনো স্টাফের নাম ঠিকানাও বলতে পারছেন না। তারপরও অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর