বিয়ের খরচ কমানোর ৯ কৌশল

শীতকাল এলেই চারিদিকে বিয়ের ধুম পড়ে যায়। শীতকালে বিয়ে হলে মনের খুশি মত সাজা যায় এবং যা খুশি খাওয়া যায়। ফলে অসুস্থ হওয়ার ভয় থাকে না। তাই শীতকালকেই বিয়ের উপযুক্ত মাস মনে করেন অনেকেই। কিন্তু যে মাসেই বিয়ে হোক না কেন জীবনে একবারই বিয়ে করার সাধ থাকে মানুষের। আর ধুমধাম করে বিয়ে করা মানেই তো অনেক টাকার দরকার। কিন্তু ধুমধাম করে না করলেও আবার আত্মীয়স্বজনের মুখ হয়ে যাবে একেবারে ভার। এদিকে আবার মেয়ের বাবার ক্ষেত্রে পাত্র পক্ষের সমস্ত দাবি দাওয়া মেনে তারপরেও মেয়ের বিয়ে দিতে হয় যথেষ্ট ধুমধাম করে। কিন্তু ভাবুন তো একবার ছেলে বা মেয়ের বিয়েতে টাকা খরচ হল অনেক কম কিন্তু বিয়ে হল রীতিমত ধুমধাম করে! একবার ভেবে দেখুন তো এমনটা হলে কেমন হবে?

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর