বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কৌশিক বসু বাংলাদেশ সফরে আসছেন ১২ ডিসেম্বর। সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বীরুপাক্ষ পাল। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও গভর্নর সচিবালয়ের মহাব্যস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গবেষণা কাজে পরামর্শ ও সহায়তা প্রদান করতেই আসছেন তিনি।
ড. কৌশিক বসু ১৩ ডিসেম্বর সকালে রফতানিমুখী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ওইদিন বিকাল তিনটায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে “বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক গণবক্তৃতা দেবেন। এতে সভাপতিত্ব করবেন গর্ভনর ড. আতিউর রহমান।
১৪ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে সামষ্টিক স্থিতিশীলতা, ব্যক্তিখাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শীর্ষক আর্ন্তজাতিক কর্মশালার উদ্বোধন করবেন। ১৫ ডিসেম্বর দেশে সবুজ অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। এরপরের দিন অর্থাত্ ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।
সংবাদ শিরোনাম
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আসছেন ১২ ডিসেম্বর
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
- ৩৩২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ