হাওর বার্তা ডেস্কঃ খিলগাঁও বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. সোহেল (৩০), মো. খোকন (৩০), মো. নুরুল ইসলাম ওরফে বাবু (২২), মো. চাঁন মিয়া (২২), মো. স্বপন মিয়া (২০), মো. জহিরুল ইসলাম (২০), মো. তুষার (২০), মো. নাহিদ (১৯), মো. ফাহিম হোসেন (১৯), মো. জনি (২০) ও মো. আলী (৩০)।
গতকাল রোববার খিলগাঁও থানার নবীন বাগের বালুর মাঠ থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি স্টিলের চাপাতি, ৪টি চাকু এবং ৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান জানান, খিলগাঁও থানার নবীন বাগের বালুর মাঠে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা পুলিশের কয়েকটি টিম ওই স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ১১জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ডাকাতির পাশাপাশি মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত।
এই সংক্রান্তে খিলগাঁও থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।