হাওর বার্তা ডেস্কঃ নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকায় একটি কলোনিতে অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।
রোববার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা এলাকার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন (৩৫)।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার কফিল উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিদগ্ধ কবির হোসেন নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন অফিসার কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, মুখোমুখি দুই লাইনের ওই ব্যাচেলর কলোনিতে যাতায়াতের জন্য ১টি মাত্র সরু পথ ছিল। সামনের দিকে ছিল কয়েকটি দোকান। আগুন লেগে গেলে অনেকে বের হয়ে আসতে পারলেও বাসার ভেতর আটকে পড়েন তিনজন। আগুন নিয়ন্ত্রণে আনার পর মোহন ও জাকিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। দগ্ধ কবিরকে পাঠানো হয় হাসপাতালে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরতরা। তারা বলছেন, তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।