হাওর বার্তা ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগে আজ রাতে নাপোলির আতিথ্য নেবে বার্সেলোনা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা আসরের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ম্যাচ মানেই ছন্দহীন বার্সেলোনা। ২০১৫ সালে শেষবার ইউরোপ সেরার ট্রফি ঘরে তুলেছিল কাতালানরা। এরপর একবারও চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠতে পারেনি তারা। কাতালানদের এমন ব্যর্থতার মূল কারণ প্রতিপক্ষের মাঠে গোল করতে না পারা। ২০১৪-১৫ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে মাত্র চারটি গোল করেছে কাতালানরা। এর মধ্যে একটি আবার আত্মঘাতী। বাকি তিন গোলই লিওনেল মেসির।
চ্যাম্পিয়ন্স লীগে প্রতিপক্ষের মাঠে গোল করতে না পারার ব্যর্থতা নিয়ে কয়েকমাস আগে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগ জিততে হলে অ্যাওয়ে গোলের বিকল্প নেই।’
নেপলসে ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে কাতালানদের। মৌসুমের শুরুটা বাজে হলেও কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পর দারুণ সময় কাটছে নাপোলির। গেন্নারো গাত্তুসোকে দায়িত্ব দেয়ার পর শেষ সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে নাপোলি। হারিয়েছে জুভেন্টাস ও ইন্টার মিলানকে। নকআউট পর্বে ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড ভালো নয় বার্সার। ২০১৭-১৮ মৌসুমে শেষ আটের লড়াইয়ে ঘরের মাঠে ৪-১ গোলে জিতেও এএস রোমার মাঠে ৩-০ গোলে হেরে বিদায় নেয় কাতালান ক্লাবটি। ২০১৬-১৭ মৌসুমেও শেষ আটে জুভেন্টাসের কাছে হেরে ছিটকে যায় বার্সেলোনা। ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের পর জুভেন্টাসের মাঠে ৩-০তে হার মানে কাতালানরা।
তবে বার্সেলোনাকে স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ক লিওনেল মেসির ফর্ম। গত শনিবার স্প্যানিশ লা লিগায় এইবারের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে একাই চার গোল করেন মেসি।