হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে অস্বচ্ছ পানিতে প্রাকৃতিক ভাবে গরমে সিদ্ধ হয়ে মারা গেছে প্রায় পাঁচ লাখ ঝিনুক। আর এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে সামুদ্রিক বিশেষজ্ঞরা। মৃত ওইসব ঝিনুককে নিউজিল্যান্ডের উত্তরের দ্বীপ মাউনগানুই ব্লাফ উপকূলে পাওয়া গেছে।
এ ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বাস্তু বিশেষজ্ঞ অধ্যাপক ক্রিস বাটারসিহিল। তিনি বলেন, ঝিনুকের অস্বাভাবিক মৃত্যু এবারই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিপুল সংখ্যক টুয়াটুয়া ককলস ও ক্লামস (এক ধরনের ঝিনুক) মরে যেতে দেখেছি।
ক্রিস বাটারসিহিল ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে জানান, অত্যধিক গরম ও স্থায়ী পানিতে অক্সিজেনের অভাবে শামুকগুলো মারা যাচ্ছে।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞানী অ্যান্ড্রু জেফস জানান, জলবায়ু পরিবর্তনের ফলে আরো বেশি মরণ-সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তাদের সংখ্যা কমে যাবে।