এটা ভালো লক্ষণ নয় : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, একদিনে ২৯ জনের ফাঁসির রায় এটা ভালো লক্ষণ নয়। গণহারে ফাঁসির রায় বন্ধ করতে হবে। তিনি বলেন, যারা মনে করছেন, ফাঁসি দিলে সমস্যার সমাধান হবে তারা ভুল পথে রয়েছেন। ফাঁসি দিলে সমস্যা আরো বাড়ে। মঙ্গলবার দুপুরে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে ৩০৮ দিন ধরে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে সবাই আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, কার সঙ্গে আলোচনায় বসবো। কাদের সিদ্দিকী বলেন, বিএনপি নেত্রীর গায়ে পোড়া মানুষের গন্ধ। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে বলবো, বিএনপি নেত্রীর গায়ে পোড়া মানুষের গন্ধ হলে যার সঙ্গে আলোচনার বসলে সমস্যার সমস্যা হবে তার সঙ্গে আপনাকে আলোচনায় বসতে হবে। চলতি বছরের বিরোধী জোটের আন্দোলন শুরুর পর ২৮ জানুয়ারি শান্তির দাবিতে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কাদের সিদ্দিকী। ৬৪ দিন পর বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। ৩০৮ দিন পর ঘরে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর