হাওর বার্তা ডেস্কঃ চলছে দেশের সর্ববৃহৎ লাইফ স্টাইল রিটেইলার আড়ং এর স্প্রেড দ্য লাভ ক্যাম্পেইন। ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে) উপলক্ষে প্রিয়জনের জন্য তার পছন্দের উপহারটি আড়ং এর বসন্তের নতুন কালেকশন থেকে কিনতে পারে।
আর এই ক্যাম্পেইনের আওতায় ৮ জন সর্বোচ্চ ক্রয়কারী জিতবেন রেডিসন ব্লু ঢাকার সৌজন্যে প্রিয়জনের সঙ্গে ডিনার করার সুযোগ। অফারটি চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।
উল্লেখ্য, আপনার ক্রয় থেকে প্রাপ্ত উদ্বৃত্ত অর্থ বছরজুড়ে ব্র্যাক উন্নয়ন প্রকল্পে পুনরায় বিনিয়োগ করা হয়। আড়ং দেশের সর্ববৃহৎ লাইফ স্টাইল রিটেইলার এবং ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।