চলচ্চিত্রে ভিলেন থাকবে, আর অট্টহাসি থাকবে না তা কি হয়! হাঁটা-চলা-হাসি সব মিলিয়েই তো ফুটে ওঠে ভিলেনের চরিত্র। কেউ কেউ আবার নিজেদের চরিত্র ছাপিয়ে হয়ে ওঠেন অনেক বড়, অর্থাৎ ‘সুপার ভিলেন’। এমনই এক চরিত্রের সন্ধান মিলেছে সম্প্রতি।
তবে কোনো মানুষ নয়, টিয়া পাখি! এর চলা ও হাসি কোনো দিক থেকেই সুপার ভিলেনের চেয়ে কম যায় না।
পাখিটির মালিক ইউটিউবে ভিডিওটি আপলোড করার পরে অনেকেই ড্রাকুলা চলচ্চিত্রের ক্রিসটোফার লি-এর সঙ্গে তুলনা করেছেন পখিটিকে।
একটি ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করা এবং পাঁয়চারি করতে করতে অট্টহাসি দেওয়ার ২৫ সেকেন্ডের ভিডিওটি এ মাসের শুরুতে ইউটিউবে আপলোড করার পরে দেড় মিলিয়নের বেশি বার দেখা হয়েছে।