জিয়া-এরশাদকে সাবেক রাষ্ট্রপতি বলা অবৈধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঞ্চম সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায়ের পর জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের নামের আগে সাবেক রাষ্ট্রপতি বলা অবৈধ। তাদের সাবেক রাষ্ট্রপতি বললে আদালত অবমাননা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সংসদীয় বোর্ড ও নির্বাচন পরিচালনা বোর্ডের এক যৌথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলীয় প্রতীক নিয়ে বিএনপি পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো আগে থেকে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে দেশের গণতন্ত্র আরো বিকশিত হতো, দলগুলো সাংগঠনিক শক্তি আরো বাড়ত। ধর্মের নামে যারা আত্মঘাতী হামলা চালায় তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে। একটি গোষ্ঠী দেশকে সন্ত্রাসের রাষ্ট্র বানাতে অপচেষ্টা করছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর