হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরবাসীর সড়ক পথে স্বপ্নপূরণের একদিন পরেই তিন থানা (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) পেল চার চাকার গাড়ি ।
কিশোরগঞ্জের হাওরের বিস্তীর্ণ জনপদ এতদিন ছিল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গম হাওরের অপরাধ দমনে হিমশিম খেতে হতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জলপথ নির্ভর হাওরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সময়মতো ঘটনাস্থলে পর্যন্ত পৌঁছুতে পারতেন না। ফলে সেখানে অপরাধ নিয়ন্ত্রণ ছিল খুবই দুঃসাধ্য।
হাওরের তিন থানায় গাড়ি প্রদান উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) বিকালে মিঠামইন থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) দের হাতে গাড়ির চাবি তুলে দেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এর আগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
অনুষ্ঠানে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মোল্যা, মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী এবং ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি গ্রহণ করেন।