হাওর বার্তা ডেস্কঃ মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার ইমাম শায়খ ইকরিমা সাবেরিকে ১৯ জানুয়ারি সাময়িক বরখাস্ত করেছিল জেরুজালেম ও মসজিদে আকসার দখলদার ইসরাইল। অবশেষে তাকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করল দখলদার ইসরাইল।
ডেইলি সাবাহ (আরবি) এর তথ্য মতে, ‘১৭ জানুয়ারি মোতাবেক শুক্রবার মসজিদে আকসার একাংশে জুমআর বয়ানে দখলদারিত্বের বিষয়ে কথা বলায় তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
পরবর্তীতে তার এ নিষেধাজ্ঞা বাড়তে বলেও জানায়। ৪ মাসের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তারই প্রতিফলন ঘটল।
মসজিদে আকসায় প্রবেশ ও ইমামতিতে বর্তমান খতিব শায়খ ইকরিমা সাবরির ওপর চার মাসের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হল। দখলদার ইয়াহুদিবাদী ইসরায়েলি পুলিশ এ নিষেধাজ্ঞা আরোপ করে।
অবশ্য এ জাতীয় ঘটনা এবারই প্রথম নয়। বিগত কয়েক বছরে অনেকবার মসজিদে প্রবেশে বাধার মুখোমুখি হয়েছেন মসজিদুল আকসার এ খতিব।
এ বক্তব্যকে কেন্দ্র করে জেরুজালেম নগরীতে বসবাসরত মুসলমানদের ওপর অস্বাভাবিক কঠোরতা শুরু করেছে দখলদার ইসরাইলি সেনা কর্তৃপক্ষ। তারা স্থানীয় সিলওয়ানের কয়েকটি দোকান ও বাসস্টান্ডেও হামলা চালিয়েছে বলে জানা যায়।