বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, ‘বিএনপি যেন অংশ নিতে না পারে সেকারণে তাড়াহুড়ো করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।’
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারে সেকারণে সারাদেশের নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এরপরও যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তাহলে বিএনপিই বিজয়ী হবে।’
আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ম্যাডাম এবিষয়ে সিদ্ধান্ত দেবেন।’
দলের পুনর্গঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পুনর্গঠনের কিছু নেই। দেশের কিছু কিছু জেলার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেগুলোর কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’
এদিকে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান জানিয়েছেন, তিনি (খালেদা জিয়া) সম্পূর্ণ সুস্থ আছেন।’
মঙ্গলবার রাত কার্যলয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।