মোঃ লাদেনঃপুলিশের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসাবে ২০২০ সালে নতুন বছরে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ দ্বিতীয় পদক পেলেন কিশোরগঞ্জ জেলা মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সরকারপুর গ্রামের কৃতী সন্তান ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ পদক প্রদান করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জানা যায়, পুলিশের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধির ফলে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসাবে প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেন।
সিলেট (এসএমপি) জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম কিশোরগঞ্জ জেলায় হাওর উপজেলা মিঠামইনের গর্বিত সন্তান। ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পদকের জন্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিলেট (এসএমপির) জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম বলেন, কৃতিত্বপূর্ণ পেশাগত কাজের মূল্যায়ন স্বরূপ প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি হিসাবে আমাকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি পদক) পাওয়ায় জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহ আলম আইজিপি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এজন্যে সিলেট জেলার (এসএমপি) জালালাবাদ থানার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।