হাওর বার্তা ডেস্কঃ যশোরের চৌগাছা উপজেলায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে তাদের মাদকাসক্ত ছেলে মিলন। তাকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতরা হলেন ওই গ্রামের মহিরুদ্দিন (৬৫) ও তার স্ত্রী আয়না বেগম (৫৫)।স্থানীয়রা জানান, বুধবার সকালে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয় মিলনের। একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা মহিরুদ্দিন ও আয়না বেগম দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। তবে কি কারণে মিলন তার বাবা-মাকে হত্যা করেছে তা জানাতে পারেননি প্রতিবেশীরা। ধারণা করা হচ্ছে টাকা না দেওয়ার মিলন তার বাবা-মাকে হত্যা করেছে। স্থানীয়রা আরও জানান, ঘটনার পরপরই মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে আটক করা হয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব আরটিভি অনলাইনকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করা হবে।জেবি