হাওর বার্তা ডেস্কঃ ভারতের দমদমের সেন্ট মেরি’স স্কুল মাঠে চলছে চার দিনব্যাপী দমদম সংগীত মেলা। ১৯-২২ ডিসেম্বর পর্যন্ত চলা এ সংগীত মেলার মঞ্চ মাতাবেন জেমস। জানা গেছে, ২২ ডিসেম্বর ভারতের সংগীতপ্রেমীদের গান শোনাতে ভারত যাবেন তিনি।
অনুষ্ঠানের আয়োজকরা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন ২২ ডিসেম্বর দমদম সংগীত মেলায় মঞ্চ মাতাতে আসবেন জেমস।
বিষয়টি নিয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে ভারতে এখন যা পরিস্থিতি তাতে অনুষ্ঠান হবে কিনা কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে অনুষ্ঠান হলে এ আয়োজনে উপস্থিত থাকবেন জেমস ভাই।’ জানা গেছে, এবারের আয়োজনের উপস্থাপনা করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।