ভারতের নতুন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীঙ্গালা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আসছেন হর্ষবর্ধন শ্রীঙ্গালা। তিনি পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেশী দেশ বাংলাদেশের হাইকমিশনার হিসেবে হর্ষবর্ধন শ্রীঙ্গালার নিয়োগ চূড়ান্ত করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, চলতি বছরের শেষে বর্তমান হাইকমিশনার পঙ্কজ শরণের মেয়াদ শেষ হচ্ছে। তার পদে নতুন হাইকিমিশনার হয়ে আসছেন শ্রীঙ্গালা।

কুটনীতিক সূত্র অনুযায়ী, হর্ষবর্ধন শ্রীঙ্গালা বর্তমানে থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ডিসেম্বরে নতুন কর্মস্থলে যোগ দিবেন তিনি।

দার্জিলিংয়ের নাগরিক জৈষ্ঠ্য কূটনীতিক হর্ষবর্ধন শ্রীঙ্গালা ভারতের সরকারি কর্ম কমিশনে ১৯৮৪ সালে ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কর্ম-জীবন শুরু করেন। তিনি ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর