ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : কামরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ২৫৫ বার

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। আইএসের সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, বিএনপির যোগসূত্রে বিদেশিদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। এরা প্রকৃতপক্ষে একাত্তরে ঘাতকদের পক্ষের দল। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দেশ বিরাধী স্থানীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা ও জাতীয় উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা দেশবাসী’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাড. রেজাউল করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ। খাদ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র। তাদের ফাঁসির সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শুক্রবার বিএনপি যে বক্তব্য দিয়েছে তা প্রমাণ করেছে যে, বিএনপি একাত্তরে ঘাতকদের সমর্থক ও পক্ষের দল। তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। ৭৫ পরবর্তী ঘাতকদের পক্ষে যে অবস্থান ছিল তার কোনো পরিবর্তন হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট : কামরুল

আপডেট টাইম : ০৯:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট। আইএসের সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, বিএনপির যোগসূত্রে বিদেশিদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটছে। এরা প্রকৃতপক্ষে একাত্তরে ঘাতকদের পক্ষের দল। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দেশ বিরাধী স্থানীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা ও জাতীয় উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা দেশবাসী’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাড. রেজাউল করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ। খাদ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র। তাদের ফাঁসির সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শুক্রবার বিএনপি যে বক্তব্য দিয়েছে তা প্রমাণ করেছে যে, বিএনপি একাত্তরে ঘাতকদের সমর্থক ও পক্ষের দল। তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। ৭৫ পরবর্তী ঘাতকদের পক্ষে যে অবস্থান ছিল তার কোনো পরিবর্তন হয়নি।