হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অন্যতম সেলিব্রিটি পরিবার বলা যায় কার্দাশিয়ান-জেনার ফ্যামিলিকে। ফলে তাদের নিরাপত্তাও খুব জোরালোভাবে রক্ষা করা হয়।
পিপল ডটকম জানায়, কিম কার্দাশিয়ানের সৎবোন কাইলি জেনারের নিরাপত্তার জন্য বিপুল অর্থ খরচ হয় বলে জানালেন তার মা চেইটলিন জেনার।
রূপ-সৌন্দর্য, গ্ল্যামার-ফ্যাশন আর ব্যতিক্রমী দৈহিক গড়নের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে সব সময় আলোচনার শীর্ষে থাকেন হলিউডের নামকরা মডেল-অভিনেত্রী কাইলি জেনার।
একটি ব্রিটিশ রিয়েলিটি শোতে তিনি জানান, মেয়ে কাইলির নিরাপত্তার জন্য প্রতিমাসে তিন থেকে চার লাখ ডলার খরচ হয়, বাংলাদেশি মুদ্রায় যা আড়াই থেকে তিন কোটিরও বেশি।
চেইটলিন জানান, কাইলি যেখানেই যায় তার সঙ্গে সার্বক্ষণিক একটি নিরাপত্তা দল থাকে।
ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার হিসেবে নাম উঠে আসে মার্কিন মডেল কাইলির। মাত্র ২১ বছর বয়সে নিজ যোগ্যতায় তিনি এই রেকর্ড করেছেন।
‘কাইলি কসমেটিকস’ নামে নিজস্ব প্রসাধনী ব্যবসার মাধ্যমে এই আয় করেন কাইলি। মাত্র তিন বছরের পুরোনো এই ব্যবসা। গত বছর প্রতিষ্ঠানটি আয় করে ৩৬০ মিলিয়ন ডলার।