হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধান (চিফ অফ জেনারেল স্টাফ) জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরে বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশীপ মেডেল’ প্রদান করেন। এর আগে ঢাকা সেনাসিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স প্রাঙ্গনে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল কর্তৃক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। অতঃপর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এলাকায় তিনি একটি বৃক্ষরোপন করেন। উল্লেখ্য, জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি এর নেতৃত্বে ০৯ সদস্যের একটি প্রতিনিধিদল ২ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৭ নভেম্বর ঢাকায় আগমন করেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।