হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার নারীদের আত্মকর্মসংস্থানের জন্য পুরুষের পাশাপাশি ব্যাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, নারীরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ফারহাদ হোসেন বলেন, ১৫ বছর আগে দেশের যে চিত্র ছিল এখন আর তা নেই। অর্থনৈতিক উন্নয়নের কারণে দেশের মানুষ কেউ পুষ্টিহীনতায় ভুগছে না।
সদর উপজেলা নিবার্হী অফিসার মুসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা।
পরে ৫০ জন মহিলার মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।