হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ পাঁচ বছর পর সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ফুটবল মাঠে সম্মেলন হয়।
সম্মেলন শেষে ফিরোজ আহমেদ স্বপনকে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়। আর সাধারণ সম্পাদক পদে আলিমুর রহমানের নাম ঘোষণা করা হয়। তারা পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ স্বপন, কেন্দ্রীয় নেতা এস এম কামাল প্রমুখ।
বক্তারা তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।