হাওর বার্তা ডেস্কঃ ফুটবল বিশ্বে অন্যতম ধনী ক্লাব হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। ক্লাবের পক্ষ থেকে নতুন বিনিয়োগের কথা নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নামি সংস্থা সিলভার লেক ম্যানচেস্টার সিটির সঙ্গে যুক্ত হচ্ছে। সংস্থাটি ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে সিটিজেনদের সঙ্গে। ম্যানচেস্টার সিটির শেয়ার কিনবে সিলভার লেক। ম্যানচেস্টার সিটির মালিক গোষ্ঠী সিটি ফুটবল গ্রুপের ১০ শতাংশ শেয়ার কিনতে চলেছে তারা।
এর আগেও অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীনের ক্লাব মিলিয়ে বিশ্বের মোট ৭টি ক্লাবের শেয়ার কিনেছে সিলভার লেক।
সিটি ফুটবল গ্রুপের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ অংশীদার হতে চলেছে সিলভার লেক। এর আগে চীনা সংস্থা সিএমসি আইএনসি সিটি ফুটবল গ্রুপের ১২ শতাংশ শেয়ার কেনে।