বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কোন বিচ্ছিন্ন দল নয় বরং বাংলাদেশ আওয়ামীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন। আওয়ামী ওলামা লীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী। বাংলাদেশ আওয়ামীলীগের দফতর সম্পাদক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব আব্দুস সুবহান গোলাপ বাংলাদেশ আওয়ামী ওলামালীগ আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত পরশু রবিবার বাদ মাগরিব থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ৩নং ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, আওয়ামী ওলামালীগ অভিবাবকহীন নয় বরং আওয়ামীলীগের সব আন্দোলন সংগ্রামে মাওলানা আখতার হুসাইন বোখারী ও মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরীর নেতৃত্বাধীন আওয়ামী ওলামালীগের অবদান রয়েছে। আপনারা সবাই দূরে সরে থাকবেন না। আপনারা আগেও ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতেও সব বিবাদ বিসম্বাদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলুন।
সভাপতির বক্তব্যে আওয়ামী ওলামালীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আখতার হুসাইন বোখারী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে আসছি। আমরাই প্রকৃত ওলামালীগ। বহিরাগত রাজাকার পরিবারের কেউ ওলামালীগ দাবী করতে পারে না।
সভাপতি মাওলানা আখতার হুসাইন বোখারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী এবং সহসভাপতি হাফেয মাওলানা আব্দুস সাত্তার সাহেবের পরিচালনায় সারাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম-ওলামা তথা আওয়ামী ওলামা লীগ নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আখতার হুসাইন বোখারী, সেক্রেটারী মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী প্রধান উপদেষ্ঠা দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহম্মদ হাবীবুল্লাহ রুপগঞ্জী, সহ সভাপতি হাফেয মাওলানা আব্দুস সাত্তার, সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, সহ সভাপতি মাওলানা মুহম্মদ মুস্তফা চৌধুরী বাগেরহাটি , দফতর সম্পাদক মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ সেলিমপুরী, মাওলানা আহাদ আলী, আল্লামা মুহম্মদ মুহিউদ্দিন গালিবী , মাওলানা মুহম্মদ ইকরাম ফারুক, মাওলানা মুহম্মদ মোশাররফ হুসাইন খান, মাওলানা হাফেজ মুহম্মদুল্লাহ ভুইয়া, মুফতী মুহম্মদ ইমাম হুসাইন, মাওলানা কাজী আহমদুর রহমান, হাফেজ মুহম্মদ এনামুল হক্ব , অধ্যক্ষ মাওলানা মুহম্মদ রাকিবুল ইসলাম , মুহম্মদ আব্দুর রাজ্জাক, মুহম্মদ আব্দুস সালাম, মুহম্মদ আব্দুর রাজ্জাক শরীফ, মাওলানা মুহম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মুহম্মদ আতাউর রহমান বঙ্গ, মুহম্মদ আবুল বাশার, মুহম্মদ হাজী শাহিন, মাওলানা মুহম্মদ আব্দুস সোবহান, মুহম্মদ বিলাল হুসাইন, মাওলানা ক্বারী মুহম্মদ আসাদুজ্জামান, মাওলানা মুহম্মদ আব্দুল মালেক, মাওলানা মুহম্মদ মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ মুহম্মদ আবু তালহা, মাওলানা মুহম্মদ আব্দুল বাতেন, শুকুর আহমদ, মাওলানা মুহম্মদ তাজুল ইসলাম, মাওলানা মুহম্মদ নাজমুল হক্ব, মাওলানা মুহম্মদ ইমাম হাসান প্রমুখ।